0 awesome comments!
দেহ ব্যবসায় জাপানি বিমান বালারা
অর্থের প্রয়োজনে পাইলটদের সঙ্গে দেহ ব্যবসা শুরু করেছেন জাপানি বিমানবালাদের একাংশ। এক বিমানবালা জানিয়েছেন, যাদের পারিশ্রমিক ৬০০০ পাউন্ড বা তার বেশি কাটা হয়েছে তারা এখন দেহব্যবসায় নেমেছেন। যৌন সম্পর্কের জন্য তারা ৩০০ থেকে ৪৫০ পাউন্ড দাবি করছেন। আর ৩০ নিচে যাদের বয়স তারা চার্জটাও বেশি নিচ্ছেন।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিমানবালা আরও জানিয়েছেন, দেহ ব্যবসা নিয়ে একটি চক্র গড়ে উঠেছে। যারা এ কাজে ইচ্ছুক তারা এক সিনিয়র বিমান সেবিকাকে তাদের নম্বর দেন। কোনও পাইলট যদি কারও প্রতি আগ্রহী হন তাহলে ওই সিনিয়র বিমানবালা বিশেষভাবে সংকেত দেন। এজন্য কত পারিশ্রমিক লাগবে তাও ঠিক হয়ে যায় তখন।
অবশ্য এ ধরণের খবর ২০০৭ সালে একবার সামনে এসেছিল। তখন এক নারী দাবি করেছিলেন, বিমানবালারা পাইলট ও কো-পাইলটদের সঙ্গে দেহ ব্যবসায় নেমেছেন।
Published in
Khobor Tobor