গর্ভধারণের কথা জানা গেল প্রসবের এক ঘণ্টা আগে !
নয় মাস গর্ভধারণের পর সন্তান জন্ম দেন একজন নারী। এই পুরো সময় নিজের গর্ভের সন্তানের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হয়। কিন্তু ২৩ বছর বয়সী এই নারী একবারের জন্যও টের পাননি তার গর্ভে সন্তান রয়েছে। জন্মের মাত্র ঘন্টাখানেক আগে জানতে পারেন তিনি।
মঙ্গলবার ম্যাসাচুসেটসের বাসিন্দা কেটি ক্রোপাস নামের এই নারীর পেটে ব্যথা অনুভূত হওয়ায় নিজের দাদিকে হাসপাতালে নিয়ে যাবার অনুরোধ করেন। সেখানেই তিনি জানতে পারেন বিগত নয় মাস ধরে তিনি গর্ভবতী। এর ঘন্টাখানেক পরই ১০ পাউন্ড ওজনের একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। ক্রোপাসকে যখন বলা হয়, তিনি গর্ভবতী তখন তিনি মনে করেছিলেন তার সাথে মজা করা হচ্ছে। তার বয়ফ্রেন্ড এ ব্যাপারে জানার পর ক্রোপাসের মা ক্যারেনকে ফোনে জানান। তিনিও মনে করেন তার সাথে মজা করা হচ্ছে। কারণ ক্রোপাস নিয়মিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির আওতায় ছিলেন এবং নিয়মিত ঋতুস্রাবও হতো। বাচ্চার অতিরিক্ত ওজনকে তিনি মনে করেছিলেন ক্রিসমাসের ছুটিতে বেশি খাওয়ার ফল। অতিরিক্ত ১০ পাউন্ডের বাচ্চা নিয়ে চলাফেরা করেও বুঝতে পারছিলেন না তিনি। বিষয়টি শেষ পর্যন্ত হাসপাতাল কর্মীদের হাসির খোরাক হয়ে দাঁড়ায়।
তবে প্রসব বেদনা ওঠার আগে গর্ভধারণের ব্যাপারে না জানাটা অদ্ভুত নয়। এর পোশাকী নাম হলো ক্রিপ্টিক প্রেগনেন্সি। এক্ষেত্রে গর্ভধারণের তেমন কোন লক্ষণই বোঝা যায় না। নিয়মিত ঋতুস্রাব হয়। ওজন তেমন একটা বাড়ে না। এমনকি পেটের আকৃতিতেও তেমন কোন পরিবর্তন আসে না। এর লক্ষণ দেখে মনে হতে পারে সামান্য বদহজম হয়েছে।